ঢাকা, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২
যুক্তরাষ্ট্রে শাটডাউনের আভাসে চাঙ্গা এশিয়ার শেয়ারবাজার
নিজস্ব প্রতিবেদক: এশিয়ার শেয়ারবাজারে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা গেছে। যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে চলা সরকারি শাটডাউন শিগগিরই শেষ হতে যাচ্ছে—এমন খবরে চাঙ্গা হয়েছে এশিয়ার বাজার। মার্কিন কংগ্রেস তহবিল পুনরায় চালু করার প্রস্তাব নিয়ে অগ্রসর হচ্ছে, যা এশিয়ার বাজারে নতুন আস্থা যোগ করেছে। খবর রয়টার্সের।
ব্রিটিশ গণমাধ্যমটি জানায়, জাপান বাদে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের শেয়ারগুলোর সূচক এমএসসিআই ০ দশমিক চার শতাংশ বেড়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ সরকারি সংস্থাগুলোর অর্থায়ন পুনর্বহাল করার বিষয়ে ভোটের প্রস্তুতি নিচ্ছে, এমন সময় এই বৃদ্ধি দেখা গেল। অক্টোবরে শুরু হওয়া এই শাটডাউন দেশটির ইতিহাসে দীর্ঘতম।
ওয়েস্টপ্যাক ব্যাংকের বিশ্লেষকদের মতে, মার্কিন সিনেট বিলটি পাস করায় বাজারে মনোভাব ইতিবাচক হয়েছে এবং প্রতিনিধি পরিষদও দ্রুত অনুমোদন দেবে বলে আশা করা হচ্ছে।
মঙ্গলবারের লেনদেনে ডাও জোন্স সূচক এক দশমিক দুই শতাংশ বেড়ে রেকর্ড উচ্চতায় পৌঁছায়; তবে নাসডাক কম্পোজিট ০ দশমিক তিন শতাংশ হ্রাস পায়। সরকারি সংস্থাগুলোর আনুষ্ঠানিক তথ্য না পেলেও বেসরকারি প্রতিষ্ঠান এডিপির সাম্প্রতিক চাকরির পরিসংখ্যান কিছুটা স্বস্তি দিয়েছে।
ফেডারেল রিজার্ভ আগামী ১০ ডিসেম্বরের বৈঠকে সুদহার ০ দশমিক ২৫ শতাংশ কমাতে পারে—এমন প্রত্যাশা বেড়েছে। সিএমই গ্রুপের ফেডওয়াচ টুল অনুসারে, সুদ হ্রাসের সম্ভাবনা এখন ৬৭ শতাংশে দাঁড়িয়েছে।
ডলার সূচক সামান্য বেড়ে হয়েছে ৯৯ দশমিক ৫৭, আর ইয়েনের বিপরীতে মার্কিন মুদ্রা ০ দশমিক দুই শতাংশ শক্তিশালী হয়েছে। ইউরোর মান ০ দশমিক এক শতাংশ কমে দাঁড়িয়েছে এক দশমিক ১৫ ডলারে।
তাইওয়ানের বাজারে শেয়ারমূল্য বেড়েছে এক শতাংশ, জাপানে টপিক্স সূচক ০ দশমিক ছয় শতাংশ উন্নীত হয়ে নতুন রেকর্ড গড়েছে। তবে সফটব্যাংকের শেয়ার ছয় শতাংশের বেশি কমেছে। এনভিডিয়াতে বিনিয়োগ বিক্রি করে দেওয়ার পর এ মাসে সংস্থাটির পতন দাঁড়িয়েছে ২১ শতাংশে।
বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নীতি সহজ হওয়ার সম্ভাবনা এবং এআই প্রযুক্তিতে বিনিয়োগ বৃদ্ধির ধারাবাহিকতা এশিয়ার শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব ফেলছে। তবে সাম্প্রতিক উত্থানের পর কিছুটা সতর্কতা ও প্রণোদনার ঘাটতিও লক্ষ্য করা যাচ্ছে।
তেলের দাম সামান্য কমে দাঁড়িয়েছে ৬৪ দশমিক ৯৩ ডলারে প্রতি ব্যারেল, সোনার দাম ০ দশমিক পাঁচ শতাংশ হ্রাস পেয়ে হয়েছে চার হাজার ১০৫ ডলার। বিটকয়েনের দাম বেড়ে পৌঁছেছে এক লাখ তিন হাজার ডলারের ওপরে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: লিড নিল বাংলাদেশ, দেখুন সর্বশেষ স্কোর-LIVE
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: প্রথম দিনের খেলা শেষ, জানুন স্কোর
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: জয়-সাদমানের ফিফটি, দেখনু বর্তমান ফলাফল
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- চলছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ১ম টেস্ট ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: নাহিদ-মিরাজের জোড়া শিকার, সরাসরি(LIVE) দেখুন এখানে
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- দুই বছর ডিভিডেন্ড না দেওয়ায় ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন
- আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঝড়ো শুরু, সরাসরি দেখুন এখানে(LIVE)
- বিএসইসির সাবেক চেয়ারম্যান খায়রুল হোসেনের বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা