ঢাকা, শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

ট্রাম্পের বাণিজ্য ট্র্যাপে ভারত

২০২৫ মে ১৭ ১০:৪০:০৪
ট্রাম্পের বাণিজ্য ট্র্যাপে ভারত

ডুয়া ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন, ভারত যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর আরোপিত সব শুল্ক প্রত্যাহার করতে রাজি হয়েছে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "তারা যুক্তরাষ্ট্রের জন্য ১০০% শুল্ক তুলে নেওয়ার প্রস্তাব দিয়েছে" এবং একে তিনি দুই দেশের বাণিজ্য সম্পর্কে একটি বড় অগ্রগতি হিসেবে উল্লেখ করেন। তবে ট্রাম্প পরিষ্কার করে দেন এই বিষয়ে তিনি কোনো তাড়াহুড়ো করছেন না।

এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর বিষয়টি নিয়ে সংযত প্রতিক্রিয়া জানিয়ে বলেন, এখনো আলোচনা চলছে এবং কিছুই চূড়ান্ত হয়নি। তার বক্তব্য, "এগুলো অত্যন্ত জটিল আলোচনা। কোনো কিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত কিছুই চূড়ান্ত নয়। একটি বাণিজ্য চুক্তি অবশ্যই উভয়পক্ষের জন্য লাভজনক হতে হবে।"

এছাড়া ট্রাম্প পাকিস্তানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক জোরদারের ইঙ্গিতও দেন—যা ভারতের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী হওয়ায় কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, “আমি বাণিজ্যকে একটি উপকরণ হিসেবে ব্যবহার করছি বিরোধ মেটাতে এবং শান্তি প্রতিষ্ঠা করতে।” সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান সীমান্তে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে, তার প্রেক্ষিতে ট্রাম্পের এই মন্তব্য বিশেষভাবে নজর কেড়েছে।

এই সব মন্তব্য এসেছে এমন এক সময়, যখন ট্রাম্প প্রশাসন বৈশ্বিক বাণিজ্য কাঠামো পুনর্গঠনের প্রক্রিয়ায় রয়েছে। চীনের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক কমানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। ট্রাম্প আরও জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই যুক্তরাষ্ট্র নতুন আমদানি শুল্ক কাঠামো ঘোষণা করতে যাচ্ছে, যা কিছু দেশের জন্য একতরফা সিদ্ধান্ত হিসেবেও আসতে পারে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে