ঢাকা, শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

আমরা ৯০ হাজার জীবন হারিয়েছি, ক্ষতি ১৫০ বিলিয়ন ডলার : পাক প্রধানমন্ত্রী

২০২৫ মে ১৭ ০৯:১৭:২০
আমরা ৯০ হাজার জীবন হারিয়েছি, ক্ষতি ১৫০ বিলিয়ন ডলার : পাক প্রধানমন্ত্রী

ডুয়া ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, সন্ত্রাসবিরোধী যুদ্ধে পাকিস্তান যে বিশাল আত্মত্যাগ করেছে তা আন্তর্জাতিক মহলের স্বীকৃতি পাওয়া উচিত। জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

শুক্রবার 'ইউম-এ-তাশাক্কুর' উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, “পাকিস্তান সন্ত্রাসবাদের সবচেয়ে বড় শিকার। আমরা প্রায় ৯০ হাজার মানুষের প্রাণ হারিয়েছি এবং অর্থনৈতিকভাবে ক্ষতির পরিমাণ ১৫০ বিলিয়ন ডলারেরও বেশি।”

প্রধানমন্ত্রী আরও বলেন, পাকিস্তানের এই লড়াই কেবল দেশীয় নিরাপত্তার জন্য নয় বরং গোটা বিশ্বের শান্তি রক্ষার দিকেও লক্ষ্য ছিল।

“আমাদের সাহসী সশস্ত্র বাহিনী যদি সন্ত্রাসীদের রুখে না দাঁড়াত তাহলে তারা আজ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ত,” বলেন তিনি।

তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান পাকিস্তানের ত্যাগ ও ক্ষতির যথাযথ মূল্যায়ন করার জন্য।

অনুষ্ঠানে সরকারি, সামরিক এবং বিভিন্ন খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে