ঢাকা, মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

ফিলিস্তিন ইস্যুতে পিছু হটছেন ট্রাম্প!

২০২৫ মে ১৩ ০৯:৫৬:৫৪
ফিলিস্তিন ইস্যুতে পিছু হটছেন ট্রাম্প!

ডুয়া ডেস্ক: গাজায় দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে হামাসকে নিরস্ত্রীক করার আগের শর্ত থেকে সরে আসার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। এতদিন ধরে যুদ্ধবিরতির পূর্বশর্ত হিসেবে হামাসের অস্ত্র সমর্পণকে প্রধান দাবি করে আসলেও তাতে সাড়া না পাওয়ায় অবস্থান পরিবর্তনের আভাস মিলছে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবি আল-জাদিদ এবং মিডল ইস্ট মনিটর জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতির মধ্যস্থতায় সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে—মার্কিন প্রশাসন এখন হামাসকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণের দাবি ছাড়াই একটি চুক্তিতে পৌঁছাতে প্রস্তুত। এই পরিবর্তনের মূল লক্ষ্য, হামাসের কাছ থেকে সব ইসরাইলি জিম্মির মুক্তি নিশ্চিত করা।

মিশরীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা এমন একটি সমঝোতায় পৌঁছানোর ইচ্ছা প্রকাশ করেছেন, যেখানে নিরস্ত্রীকরণের চেয়ে জিম্মিদের মুক্তি অগ্রাধিকার পাবে।

সূত্রগুলো আরও জানিয়েছে, মার্কিন অভ্যন্তরীণ মহলে এখন এই উপলব্ধি তৈরি হয়েছে যে গাজায় সামরিক শক্তি ব্যবহার করে জিম্মিদের মুক্ত করা সম্ভব নয়। পাশাপাশি ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ‘অত্যধিক কর্তৃত্ববাদী’ আচরণ ও মার্কিন সরকারের প্রতি চাপ সৃষ্টির কৌশল নিয়েও উদ্বেগ বাড়ছে ট্রাম্প প্রশাসনের ভেতরে।

উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক চাপের মুখে গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরাইল। তবে হামাসের সঙ্গে সেনা প্রত্যাহার নিয়ে মতানৈক্যের জেরে মার্চ মাসের তৃতীয় সপ্তাহ থেকে আবারও গাজায় বিমান হামলা শুরু করে তারা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ১৮ মার্চ থেকে শুরু হওয়া নতুন ইসরাইলি হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২,৭৪৯ ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও ৭,৬০০ জনের বেশি। এতে করে চলতি বছরের শুরুতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে