ঢাকা, সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

২০২৫ মে ১২ ১৫:২৩:১৯
বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

ডুয়া ডেস্ক: রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার মুখে বড় ধরনের পতন বিশ্ববাজারে স্বর্ণের মূল্য। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে শুল্কসংক্রান্ত আলোচনায় ইতিবাচক অগ্রগতির কারণে এই মূল্যবান ধাতুটির দরপতন ঘটেছে।

রয়টার্স জানায়, সোমবার (১২ মে) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে ১.৪ শতাংশ কমে নেমে এসেছে ৩,২৭৭.৮৪ ডলারে। ফিউচার মার্কেটেও স্বর্ণের মূল্য প্রায় ২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩,২৭৯.২০ ডলার প্রতি আউন্স।

একদিন আগে, রোববার (১১ মে), যুক্তরাষ্ট্র ও চীনের শীর্ষ পর্যায়ের বাণিজ্য বৈঠক সফলভাবে শেষ হয়। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, বাণিজ্য ঘাটতি কমাতে একটি চুক্তির পথে তাঁরা এগোচ্ছেন। চীনা পক্ষও জানায়, আলোচনায় তারা গুরুত্বপূর্ণ ঐকমত্যে পৌঁছেছে।

বিশ্লেষকদের মতে, আলোচনার ইতিবাচক বার্তার ফলে ডলার সূচকে উন্নতি হয়েছে। ফলে নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে স্বর্ণের আকর্ষণ কমে গেছে।

উল্লেখ্য, গত মাসে দুই দেশ পরস্পরের ওপর সমান হারে শুল্ক আরোপ করায় বিশ্ববাণিজ্যে অস্থিরতা দেখা দেয় এবং বৈশ্বিক মন্দার আশঙ্কা বাড়ে।

এই পরিস্থিতির প্রভাব পড়েছে দেশের স্বর্ণবাজারেও। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) চলতি মাসে টানা দুই দফায় স্বর্ণের দাম কমিয়েছে। সর্বশেষ ১০ মে, ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিপ্রতি ১,০৫০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয় ১,৭০,৭৬০ টাকা, যা ১১ মে থেকে কার্যকর হয়।

দেশের বর্তমান স্বর্ণের দাম (ভরি প্রতি):২২ ক্যারেট: ১,৭০,৭৬০ টাকা

২১ ক্যারেট: ১,৬৩,০০৪ টাকা

১৮ ক্যারেট: ১,৩৯,৭১১ টাকা

সনাতন পদ্ধতি: ১,১৫,৫৩২ টাকা

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে