ঢাকা, শুক্রবার, ৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

যমুনার সামনে বিক্ষোভ চলছেই, আ.লীগ নিষিদ্ধ দাবি

২০২৫ মে ০৯ ০৯:২১:৩৪
যমুনার সামনে বিক্ষোভ চলছেই, আ.লীগ নিষিদ্ধ দাবি

ডুয়া ডেস্ক: আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং দলটির রাজনৈতিক কার্যক্রম বন্ধে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন 'যমুনা'-র সামনে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি শুক্রবার (৯ মে) সকাল ৮টা পর্যন্তও চলমান রয়েছে। এ সময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জুলাই ঐক্য, শিবির, আপ বাংলাদেশ, গণতান্ত্রিক ছাত্র সংসদ, কওমী মাদরাসার শিক্ষার্থী, ইনকিলাব মঞ্চ, ছাত্র পক্ষসহ বিভিন্ন সংগঠনের শত শত নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন। স্লোগান, প্ল্যাকার্ড আর বিভিন্ন ব্যানারে মুখর হয়ে উঠেছে যমুনা এলাকা।

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম রাত ২টার দিকে এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, "অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। কিন্তু আমরা আবারও সেই দাবি নিয়ে রাস্তায় নেমেছি।"

এ সময় 'ব্যান ব্যান আওয়ামী লীগ', 'আমার সোনার বাংলায়, আওয়ামী লীগের ঠাঁই নাই', 'সারা বাংলায় খবর দে, মুজিববাদের কবর দে', ‘মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’ প্রভৃতি স্লোগানে মুখরিত হয় বিক্ষোভস্থল।

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে