ঢাকা, বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ভারতের ‘র’ এর ঢাকার স্টেশন চিফের নাম প্রকাশ

২০২৫ এপ্রিল ১৯ ১৪:৪৪:২৪
ভারতের ‘র’ এর ঢাকার স্টেশন চিফের নাম প্রকাশ

ডুয়া ডেস্ক: ঢাকায় নিযুক্ত ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (RAW)-এর স্টেশন চিফ হিসেবে রাজেশ কুমার অগ্নিহোত্রী দায়িত্ব পালন করছেন—এমন দাবি করেছেন আলজাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে তিনি এ বিষয়ে আলোকপাত করেন।

জুলকারনাইন তার পোস্টে উল্লেখ করেন, “৫ আগস্ট সরকার পরিবর্তনের পরও রাজেশ কুমার অগ্নিহোত্রী ‘র’-এর স্টেশন চিফ হিসেবে ঢাকায় অবস্থান করছেন এবং ভারতীয় হাইকমিশনের ‘কমার্শিয়াল কাউন্সিলর’-এর ছদ্মবেশে কাজ চালিয়ে যাচ্ছেন।”

তিনি আরও দাবি করেন, অগ্নিহোত্রী বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখছেন এবং দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখছেন। তিনি এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

প্রসঙ্গত, ২০১৬ সালে পাকিস্তান সরকারও অগ্নিহোত্রীকে তাদের দেশে নিযুক্ত RAW-এর স্টেশন চিফ হিসেবে শনাক্ত করেছিল এবং তাকে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ, নাশকতা এবং অর্থনৈতিক ক্ষতি সাধনের অভিযোগে অভিযুক্ত করেছিল। তবে ভারত সরকার সে সময় এসব অভিযোগ নাকচ করে দেয় এবং অভিযুক্ত কূটনীতিকদের দেশে ফিরিয়ে নেয়।

জুলকারনাইন তার সাম্প্রতিক পোস্টে আরও দাবি করেন, একটি বিশেষ গোয়েন্দা সংস্থার সূত্র অনুসারে বর্তমানে অগ্নিহোত্রী ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনে ‘মিনিস্টার (কনসুলার ও শিক্ষা)’ পদে নিযুক্ত আছেন। যদিও বিষয়টি ঘিরে দেশীয় গোয়েন্দা মহলে আপত্তি থাকলেও পররাষ্ট্র মন্ত্রণালয় তার নিয়োগ অনুমোদন করেছে বলে দাবি করা হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে