ঢাকা, বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

শেয়ারবাজার

৫৩% কোম্পানির দর পতন, প্রধান সূচক কমেছে ২৬ পয়েন্ট

২০২৫ এপ্রিল ১৬ ১৪:৫৯:০৭
৫৩% কোম্পানির দর পতন, প্রধান সূচক কমেছে ২৬ পয়েন্ট

ডুয়া নিউজ : আজ বুধবার (১৬ এপ্রিল) সপ্তাহের তৃতীয় কর্মদিবস প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইক্স ২৬ দশমিক ৩২ পয়েন্ট কমেছে। মন্দাবস্থা চলছে বাকি দুই সূচকেও। শরীয়াভিত্তিক সূচক ডিএসইএস ৭ দশমিক ২১ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ১৮ পয়েন্ট কমেছে।

সূচকের সঙ্গে ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৪৪৬ কোটি ১২ লাখ টাকার। আজ লেনদেন হয়েছে ৩৯৬ কোটি ৪২ লাখ টাকার। অর্থাৎ লেনদেন কমেছে ৪৯ কোটি ৭০ লাখ টাকা।

আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে। আজ লেনদেন হওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১২০টির, কমেছে ২১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪টির।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৫ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৭ কোটি ১৩ লাখ টাকার।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬২টির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির।

আজ সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৮ দশমিক ০১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩২২ দশমিক ৭১ পয়েন্টে। আগের দিন সিএএসপিআই কমেছিল ১০০ দশমিক ১৪ পয়েন্ট।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে