ঢাকা, শুক্রবার, ২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

শেয়ারবাজারে আইপিও আনার গেটওয়ে হবে দুই স্টক এক্সচেঞ্জ

২০২৫ মার্চ ২৭ ১২:০০:৩৯
শেয়ারবাজারে আইপিও আনার গেটওয়ে হবে দুই স্টক এক্সচেঞ্জ

ডুয়া নিউজ:দেশের শেয়ারবাজারে নতুন কোম্পানি আসার গেটওয়ে হবে দুই স্টক এক্সচেঞ্জ। এখন থেকে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদনের প্রাথমিক সিদ্ধান্ত নেবে স্টক এক্সচেঞ্জগুলো। যদি কোন কোম্পানির আইপিও প্রস্তাবটি স্টক এক্সচেঞ্জ বাতিল করে দেয়, তাহলে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সেই কোম্পানির আইপিও অনুমোদন দিতে পারবে না।

শেয়ারবাজার সংস্কারের জন্য গঠিত টাস্কফোর্স আইপিও সংক্রান্ত আইন সংশোধন করে এই বিধান যুক্ত করার সুপারিশ করেছে।

সম্প্রতি টাস্কফোর্সটি বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের কাছে তাদের সুপারিশ জমা দিয়েছে।

টাস্কফোর্সের সুপারিশসমূহ হলো:
বড় ঋণ নেওয়ার জন্য তালিকাভুক্তি বাধ্যতামূলক:ব্যাংক থেকে ১,০০০ কোটি টাকা বা তার বেশি ঋণ নিতে হলে সংশ্লিষ্ট কোম্পানিকে শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে হবে।
ছোট মূলধনের কোম্পানির তালিকাভুক্তি নীতিমালা:৩০ কোটি টাকার কম মূলধনের কোম্পানি স্থির মূল্য পদ্ধতিতে এবং ৫০ কোটি টাকার কম মূলধনের কোম্পানি বুক বিল্ডিং পদ্ধতিতে মূল বাজারে তালিকাভুক্ত হতে পারবে না।
শেয়ার বরাদ্দের নিয়ম:আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৫০% এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য ৫০% শেয়ার সংরক্ষিত থাকবে। সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে ৫% শেয়ার প্রবাসী বাংলাদেশিদের জন্য এবং ৪৫% স্থানীয় বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ থাকবে।

টাস্কফোর্সের সদস্য ও বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বিএসইসির চেয়ারম্যানের কাছে এই সুপারিশ সংবলিত প্রতিবেদন হস্তান্তর করেছেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর শেয়ারবাজারের উন্নয়ন, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি এবং সুশাসন নিশ্চিত করতে পাঁচ সদস্যের টাস্কফোর্স গঠন করা হয়। এখন পর্যন্ত তারা বিএসইসিতে তিনটি বিষয়ে সুপারিশ জমা দিয়েছে, যার মধ্যে মিউচুয়াল ফান্ড এবং মার্জিন রুলস সংশোধন সম্পর্কিত সুপারিশও রয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে