ঢাকা, শুক্রবার, ৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

মেট্রোরেল স্টেশন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

২০২৫ মার্চ ০৭ ১৫:২২:০৩
মেট্রোরেল স্টেশন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ডুয়া ডেস্ক : রাজধানীর কমলাপুরে নির্মাণাধীন মেট্রোরেল স্টেশন থেকে পড়ে মোহাম্মদ নাঈম (২০) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত নাঈম নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পানিয়াল পুকুর গ্রামের নাজিমুল ইসলামের ছেলে।

শুক্রবার সকাল পৌনে ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ১২টার দিকে তিনি মারা যান।

নিহতের সহকর্মী নাজমুল জানান, আজ ভোরের দিকে তাঁরা মতিঝিলের কমলাপুর এলাকায় মেট্রোরেল স্টেশনের নির্মাণের কাজ করছিলেন। এ সময় নাঈম অসাবধানতা বসত মেট্রোরেলের নির্মাণাধীন ওপরের অংশ থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন।

পরে দ্রুত তাকে উদ্ধার করে আজ ভোরের দিকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ১২টার দিকে মারা যান নাঈম।

চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।

তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে