ঢাকা, শুক্রবার, ৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

যেভাবে ঈদে মিলবে টানা ৯ দিনের ছুটি

২০২৫ ফেব্রুয়ারি ২৫ ১৮:৫৬:৩৫
যেভাবে ঈদে মিলবে টানা ৯ দিনের ছুটি

ডুয়া ডেস্ক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি চাকরিজীবীরা এবার টানা ৬ দিনের ছুটি ভোগ করতে পারবেন। যদি কেউ অতিরিক্ত একদিন ছুটি ‘ম্যানেজ’ করতে পারেন, তবে তার মোট ছুটি ৯ দিন হতে পারে।

এ বছর চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ৩১ মার্চ (সোমবার) দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সে হিসাব অনুযায়ী সরকারি ছুটির তালিকা নির্ধারণ করা হয়েছে।

গত বছরের ১৭ অক্টোবর উপদেষ্টা পরিষদ ঈদুল ফিতরে মোট পাঁচ দিনের ছুটির অনুমোদন দেয়। পূর্বে এই ছুটি ছিল তিন দিন। পরে ২১ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

৩১ মার্চ (সোমবার) ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। ২৯ ও ৩০ মার্চ (শনিaবার ও রোববার) ঈদের আগের দুই দিন এবং ১ ও ২ এপ্রিল (মঙ্গলবার ও বুধবার) ঈদের পরের দুই দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। ২৮ মার্চ (শুক্রবার) সাপ্তাহিক ছুটি হওয়ায় সরকারি চাকরিজীবীরা টানা ৬ দিনের ছুটি পাবেন।

যদি কোনো চাকরিজীবী বৃহস্পতিবার (৩ এপ্রিল) একদিন ছুটি ম্যানেজ করতে পারেন, তাহলে তিনি টানা ৯ দিনের ছুটি উপভোগ করতে পারবেন। কারণ ৪ ও ৫ এপ্রিল (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় মোট ছুটির সংখ্যা বেড়ে দাঁড়াবে ৯ দিন।

এই দীর্ঘ ছুটির ফলে সরকারি চাকরিজীবীরা পরিবার-পরিজনের সঙ্গে আনন্দঘন সময় কাটানোর সুযোগ পাবেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে