ঢাকা, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২

নির্বাচনী ইশতেহারে পোশাক শ্রমিকদের ১২ দাবি অন্তর্ভুক্তির আহ্বান

২০২৫ অক্টোবর ১৩ ০১:২৫:০৯

নির্বাচনী ইশতেহারে পোশাক শ্রমিকদের ১২ দাবি অন্তর্ভুক্তির আহ্বান

নিজস্ব প্রতিবেদক: তৈরি পোশাক খাতের শ্রমিক সংগঠনগুলোর জোট ‘আরএমজি ওয়ার্কিং গ্রুপ কোর কমিটি’ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে তাদের ১২ দফা দাবি অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে।

রবিবার (১২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবিগুলো তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে স্কপের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের হাওলাদার, ডব্লিউএফটিইউ-বিসির সদস্য সচিব রাজেকুজ্জামান রতন, আইবিসির সভাপতি কুতুবউদ্দিন আহমেদসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে জানানো হয়, তৈরি পোশাক খাতে প্রায় ৪০ লাখ শ্রমিক কর্মরত, যাদের অধিকাংশই নারী। দেশের মোট রপ্তানি আয়ের ৮২ শতাংশ এই খাত থেকে আসে। সংবিধান, শ্রম আইন, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) কনভেনশন এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা শ্রমিকদের অধিকারকে স্বীকৃতি দিলেও, বাস্তবে এর কার্যকর বাস্তবায়ন দেখা যায় না।

আরএমজি ওয়ার্কিং গ্রুপ কোর কমিটির উপস্থাপিত ১২ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো: ইপিজেড, এসইজেডসহ সকল গার্মেন্ট শ্রমিকের জন্য একই শ্রম আইন প্রযোজ্য করা, ট্রেড ইউনিয়ন নিবন্ধন প্রক্রিয়া সহজ করা এবং ইউনিয়ন নেতাদের হয়রানি বন্ধ করা, জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা এবং তা আইনি সুরক্ষার আওতায় আনা, কর্মস্থলে বিল্ডিং, ফায়ার ও ইলেকট্রিক সেফটি স্ট্যান্ডার্ড বাস্তবায়ন এবং স্বাস্থ্যসেবা জোরদার করা, পেনশন ও প্রভিডেন্ট ফান্ড বাধ্যতামূলক করা, শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু এবং দুর্ঘটনায় ক্ষতিপূরণের মানদণ্ড নির্ধারণ, সকল গার্মেন্ট শ্রমিকের জন্য মানসম্মত আবাসন ও সামাজিক নিরাপত্তা জাল সম্প্রসারণ, ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি, পিতৃত্ব ছুটি চালু এবং কারখানাভিত্তিক ডে কেয়ার কেন্দ্র স্থাপন, আইএলও কনভেনশন ১৯০ অনুযায়ী যৌন নিপীড়ন ও সহিংসতামুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করা এবং নারী শ্রমিকদের জন্য নিরাপদ পরিবহন চালু করা, শ্রম আদালতের সংখ্যা বৃদ্ধি, ডিজিটালাইজেশন ও বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) প্রক্রিয়া চালু করা, শ্রম পরিদর্শন ও প্রশাসন ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, প্রযুক্তি ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিতে থাকা শ্রমিকদের পুনঃদক্ষতা উন্নয়ন ও নতুন কর্মসংস্থান সৃষ্টি, মানবাধিকার ডিউ ডিলিজেন্স (এইচআরডিডি) বাস্তবায়ন এবং শ্রম সংস্কার কমিশনের সুপারিশ রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করা।

সংগঠনটি জানিয়েছে, ১৫ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের কাছে প্রস্তাবনা হস্তান্তর করা হবে। ২০ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত লিফলেট ও স্টিকার বিতরণ করা হবে। এছাড়া গাজীপুর, সাভার-আশুলিয়া এবং পোস্তগোলায় তিনটি আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হবে। নভেম্বরের শেষ সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হবে।

নেতারা বলেন, নির্বাচনী ইশতেহারে এই দাবিগুলো অন্তর্ভুক্ত করে নির্বাচনের পর তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত