ঢাকা, শুক্রবার, ২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

ইন্সুরেন্সের শেয়ার কারসাজি, হিরু ও তার স্ত্রীকে ১৯ কোটি টাকা জরিমানা

২০২৫ মার্চ ০৪ ২২:২৮:৩৮
ইন্সুরেন্সের শেয়ার কারসাজি, হিরু ও তার স্ত্রীকে ১৯ কোটি টাকা জরিমানা

ডুয়া নিউজ: শেয়ারবাজারে বিমা খাতের কোম্পানি এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার নিয়ে কারসাজি করার অভিযোগে সমবায় অধিদপ্তরের উপ-নিবন্ধক ও শেয়ার ব্যবসায়ী মো. আবুল খায়ের হিরু, তার স্ত্রী কাজী সাদিয়া হাসান এবং তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান ডিআইটি কো-অপারেটিভকে মোট ১৯ কোটি টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসি সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২২ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত এশিয়া ইন্স্যুরেন্সের শেয়ার কারসাজি করা হয়। হিরু, তার স্ত্রী এবং তাদের প্রতিষ্ঠান একাধিক বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব খুলে সিরিজ ট্রেডিংয়ের মাধ্যমে অস্বাভাবিকভাবে শেয়ারের দাম বাড়িয়ে মুনাফা তোলেন।

কোম্পানিটির শেয়ার কারসাজির দায়ে হিরুকে ৪ কোটি টাকা, তার প্রতিষ্ঠান ডিআইটি কো-অপারেটিভকে ৫ কোটি টাকা এবং তার স্ত্রী কাজী সাদিয়া হাসানকে ১০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। মোট ১৯ কোটি টাকার জরিমানা করা হয়েছে।

এ ছাড়াও, হিরু ও তার সহযোগীরা একাধিক বার অন্যান্য কোম্পানির শেয়ার কারসাজি করে শেয়ারবাজারে অস্বাভাবিক প্রভাব ফেলেছে। যার ফলে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে