ঢাকা, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২

নেত্রকোনার ঘরে ঘরে পৌঁছাচ্ছে তারেক রহমানের বার্তা

২০২৫ অক্টোবর ১৪ ১৯:২৩:১৭

নেত্রকোনার ঘরে ঘরে পৌঁছাচ্ছে তারেক রহমানের বার্তা

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার জনপদ এখন সরগরম ধানের শীষের প্রচারণায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের বার্তা পৌঁছে দিচ্ছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এবং ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুয়া) সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানী। প্রতিদিন মাঠে-ময়দানে ছুটে বেড়াচ্ছেন তিনি—ঘরে ঘরে, বাজারে বাজারে, মানুষের হাতে তুলে দিচ্ছেন পরিবর্তনের অঙ্গীকার ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ লিফলেট।

নেত্রকোণা সদর উপজেলার মেদনী বাজার, বড়ওয়ারি বাজার, বেতাডী বাজার, সংসদ বাজার ও আনন্দ বাজারে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি এবং ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। বাজারজুড়ে তার উপস্থিতি ঘিরে সাধারণ মানুষে ছিল উচ্ছ্বাস ও কৌতূহল।

এ টি এম আবদুল বারী ড্যানী বলেন, “জনগণ আজ পরিবর্তন চায়, সুশাসন চায়। তারেক রহমানের নেতৃত্বে আমরা জনগণের রাষ্ট্র পুনর্গঠনের লড়াইয়ে নেমেছি। নেত্রকোণার মানুষ এবার ধানের শীষের পক্ষে রায় দেবে—এটাই আমাদের বিশ্বাস।”

স্থানীয়দের মতে, ড্যানীর এই গণসংযোগে এলাকায় নতুন প্রাণের সঞ্চার হয়েছে। তরুণ ভোটারদের মধ্যে বিএনপির ৩১ দফা কর্মসূচি নিয়ে আলোচনা বাড়ছে, অনেকেই জানাচ্ছেন—“তারেক রহমানের বার্তা এখন নেত্রকোনার প্রতিটি ঘরে ঘরে।”

স্থানীয় পর্যায়ে দেখা গেছে, বাজারে প্রবেশ করতেই মানুষ ছুটে আসছে ড্যানীর কাছে। কেউ সালাম দিচ্ছে, কেউ বলছে “পরিবর্তন চাই”—অনেকে আবার মোবাইল ফোনে তার লিফলেটের ছবি তুলে নিচ্ছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিতে। তরুণ প্রজন্মের অংশগ্রহণ এই গণসংযোগে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে দিনমজুর পর্যন্ত—সবাই আগ্রহ নিয়ে শুনছে বিএনপির ৩১ দফা কর্মসূচির কথা, যা তারা মনে করছেন “একটি নতুন শুরুর বার্তা”।

প্রচারণায় বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরাও অংশ নেন। তারা বাজারে মাইকিং, লিফলেট বিতরণ ও পথসভা করে জনসম্পৃক্ততা বাড়ানোর চেষ্টা চালান।

এএসএম/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত