ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

বিভেদের রাজনীতি আমাদের ঐতিহ্য নষ্ট করেছে : মির্জা ফখরুল

২০২৫ এপ্রিল ৩০ ১৫:২২:১৮
বিভেদের রাজনীতি আমাদের ঐতিহ্য নষ্ট করেছে : মির্জা ফখরুল

ডুয়া ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "আমরা হিন্দু-মুসলমান মিলেই এক সমাজ, এক ঐতিহ্যের অংশ। কিন্তু বিভেদের রাজনীতি আমাদের এই ঐতিহ্যকে ধ্বংস করেছে।"

বুধবার (৩০ এপ্রিল) ঠাকুরগাঁও পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কালীবাড়ি বাজারে অবস্থিত শ্রী শ্রী কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে ‘শনিদেব’-এর মন্দির ফলক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, "এক সময় সন্ধ্যা নামত শাঁখ ও ঘণ্টার ধ্বনিতে। আমি নিজেও বহুবার পূজার প্রসাদ খেয়েছি। কিন্তু রাজনৈতিক পরিস্থিতির কারণে অনেক সময় মন্দিরে যাওয়া থেকে বিরত থাকতে হয়েছে, যা আমার জন্য কষ্টদায়ক।"

মির্জা ফখরুল বলেন, "আমার পরিবার অতীতেও আপনাদের সঙ্গে ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। প্রয়োজনে নিজের শেষ রক্তবিন্দু দিয়ে আপনাদের পাশে দাঁড়াবো।"

সামাজিক ঐক্যের ডাক দিয়ে তিনি বলেন, "কে হিন্দু, কে মুসলমান—এসব ভেদাভেদ ভুলে সবাইকে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়তে হবে। ধর্ম বা রাজনীতি নয়, মানুষই আমাদের আসল পরিচয় হওয়া উচিত।"

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট বলরাম গুহ ঠাকুরতা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি শ্রী মনোরঞ্জন সিংহ, কালীবাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র মল্লিক ও স্থানীয় বিএনপি নেতারা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে