ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

বাংলাদেশকে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের

২০২৫ এপ্রিল ২৯ ১০:১৯:২৩
বাংলাদেশকে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের

ডুয়া ডেস্ক: ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা দক্ষিণ এশিয়ার সার্বিক স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এই প্রেক্ষাপটে তারা বাংলাদেশকে রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। যদিও বড় ধরনের যুদ্ধের সম্ভাবনা তারা খুব বেশি দেখছেন না তবুও এমন পরিস্থিতি আঞ্চলিক নিরাপত্তার জন্য উদ্বেগজনক।

গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে এক সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকে ভারত-পাকিস্তান সম্পর্কে টানাপোড়েন বাড়ছে। দুই দেশই একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি পদক্ষেপ নিচ্ছে। এই অবস্থায় জাতিসংঘসহ যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশ শান্ত থাকার আহ্বান জানিয়েছে।

ঢাকাও এই উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ নিরপেক্ষ অবস্থানে থাকবে এবং কোনো পক্ষকে সমর্থন দেবে না। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের দ্বন্দ্ব অনেক সময় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে থাকে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. তারেক ফজল বলেন, “এই সংঘাতের অনেক দিক রয়েছে যা সরাসরি ভারত-পাকিস্তান ছাড়াও অন্য দেশের ওপর প্রভাব ফেলতে পারে। অনেকেই মনে করেন, এর পেছনে ভারতের কৌশলগত পরিকল্পনা থাকতে পারে।”

সাবেক রাষ্ট্রদূত এস এম রাশেদ আহমেদ চৌধুরী বলেন, “এ ধরনের উত্তেজনা অর্থনৈতিকভাবে পুরো অঞ্চলকে ক্ষতির মুখে ফেলতে পারে। বিশেষ করে যখন ইসরায়েল ভারতের পক্ষে অবস্থান নেয় তখন পরিস্থিতি আরও জটিল হয়।”

বিশ্লেষকদের মতে, ভারত-পাকিস্তান দ্বন্দ্বের প্রেক্ষাপটে বাংলাদেশসহ সার্কভুক্ত দেশগুলোকে আরও সক্রিয় কূটনৈতিক উদ্যোগ নিতে হবে, যাতে অঞ্চলজুড়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে