ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

ইউআইইউ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

২০২৫ এপ্রিল ২৮ ০৯:৫৭:১১
ইউআইইউ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

ডুয়া ডেস্ক: শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রেক্ষিতে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) অনির্দিষ্টকালের জন্য সব শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

রোববার (২৭ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. জুলফিকার রহমান বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানান।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, উপাচার্য, বিভিন্ন বিভাগের প্রধান এবং ডিনসহ মোট ১১ জন শীর্ষ প্রশাসনিক কর্মকর্তার একযোগে পদত্যাগের ফলে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় সোমবার (২৮ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্থগিত থাকবে।

এর আগে, শিক্ষার্থীদের আন্দোলনের জেরে শনিবার (২৬ এপ্রিল) বিকেলে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের কাছে একযোগে পদত্যাগপত্র জমা দেন ইউআইইউ-র উপাচার্য, সকল ডিন ও বিভাগীয় প্রধানসহ মোট ১১ জন প্রশাসনিক কর্মকর্তা। নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত সব কার্যক্রম বন্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে