শিক্ষাঙ্গনে অস্থিরতা : পড়ার টেবিলে ফেরানো যাচ্ছে না শিক্ষার্থীদের

ডুয়া প্রতিবেদক: গত ৫ আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে পদত্যাগ করতে থাকেন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা। দেশের বিভিন্ন জায়গায় শিক্ষকদের জোর করে পদত্যাগে বাধ্য করার ঘটনাও ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে ভেঙে পড়ে একাডেমিক ও প্রশাসনিক কাঠামো। গত আট মাসে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করাসহ নানা দাবিতে আন্দোলন জোরদার হয়। বিভিন্ন ছাত্রসংগঠনের মধ্যে মারামারি, শিক্ষকদের আন্দোলন, শিক্ষার্থীদের আন্দোলন, সংঘর্ষ, শিক্ষার্থীরা বই হাতে না পাওয়াসহ নানান ঘটনায় শিক্ষাঙ্গনে অস্থিরতা চলতে থাকে। শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরানোই যেন বড় চ্যালেঞ্জ।
সম্প্রতি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর বড় উদাহরণ। শিক্ষার্থীদের বহিষ্কারকে কেন্দ্র করে গেল কয়েকদিন ধরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট আন্দোলন করেন শিক্ষার্থীরা। যা ছড়িয়ে পড়ে সারা দেশে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন, অনশন ছাড়াও ক্লাসও বর্জন করতে দেখা যায়। সর্বশেষ বহিষ্কারাদেশ তুলে নেওয়া এবং উপাচার্যকে সরিয়ে দেওয়ার মাধ্যমে তা মোটামুটি সমাধানের পথে আসলেও তার রেশ এখনো কাটেনি। অন্যদিকে অচলাবস্থা তৈরি হয়েছে পলিটেকনিকে। ৬ দফা দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছেন না। সরকারের আশ্বাসেও তা থামেনি। শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি গঠন করার পর আন্দোলন প্রত্যাহার করলেও পরে সদস্য পরিবর্তন করে ফের আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।
গত বছরের শেষ দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলনে নামেন। কয়েক মাস চলে এই আন্দোলন। সংঘর্ষ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে। পরে অধিভুক্ত বাতিল এবং আলাদা বিশ্ববিদ্যালয় গঠনের সিদ্ধান্ত হয়। তবে এখনো তা চূড়ান্ত না হওয়ায় সেখানেও অস্থিরতা চলছে। অন্যদিকে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের তিতুমীর বিশ্ববিদ্যালয় নামকরণের দাবিতে আন্দোলন করেছেন। সেসময় যাত্রীবাহী ট্রেনে ঢিল ছুড়ে আহত করেন শিশুসহ অনেক যাত্রীকে।
এ ছাড়া ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া, সোহরাওয়ার্দী কলেজ ও মাহবুবুর রহমান মোল্লা কলেজে ভাঙচুর ও শিক্ষার্থীদের মধ্যে হয় সংঘর্ষ। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) আজিজ হল ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ হলের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসব ঘটনায় বেশ কিছুদিন বন্ধ থাকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রম। সম্প্রতি ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার তাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে সায়েন্স ল্যাবরেটরি এলাকা পরিণত হয়েছিল রণক্ষেত্রে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এ সংঘর্ষের কারণে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর প্রভাবে আশপাশের সড়কে সৃষ্টি হয় অসহনীয় যানজট। ফলে ভয়াবহ দুর্ভোগে পড়ে মানুষ।
কদিন আগেই, গত ১৫ এপ্রিল একই এলাকায় এ দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। বস্তুত এ দুই কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে জড়ানো যেন নিত্য ঘটনা হয়ে দাঁড়িয়েছে। প্রায়ই ছোটখাটো ঘটনায় তারা একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন। শুধু এ দুই কলেজ নয়, প্রকৃতপক্ষে অতীতে বিভিন্ন সময় এ এলাকায় অবস্থিত তিনটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হতে দেখা গেছে। এই তিন শিক্ষাপ্রতিষ্ঠান হলো-ঢাকা কলেজ, ঢাকা সিটি কলেজ এবং আইডিয়াল কলেজ। ডিএমপির সূত্রমতে, এ তিন কলেজেন শিক্ষার্থীরা ছয় মাসে মারামারি-সংঘর্ষে জড়িয়েছেন প্রায় ১২০ বার। প্রাথমিকভাবে এ ধরনের সংঘর্ষ এড়াতে এই দুই কলেজসহ ধানমন্ডি এলাকার আরও তিনটি কলেজ মিলে একটি সমঝোতা চুক্তি হবে। সেই সমঝোতা চুক্তি অনুসরণ করলে এই ধরনের সংঘাত-সংঘর্ষ হবে না বলে মনে করছেন তারা। এ ছাড়া সময়মতো বই দিতে না পারায় গত কয়েক মাসে সঠিকভাবে পড়াশোনা করতে পারেনি শিক্ষার্থীরা। বেসরকারি স্কুল-কলেজে শিক্ষকসংকট প্রকট। এতে চলতি শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের শিখন ঘাটতির আশঙ্কা করছেন শিক্ষাবিদরা। শিক্ষাবর্ষের প্রথম দিন সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় উৎসব করে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দেওয়ার বিষয়টি রেওয়াজে পরিণত হয়েছিল। কিন্তু নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের কারণে এই বছর প্রথম দিনে সারা দেশের বিদ্যালয়গুলোয় নতুন বই বিতরণ করা সম্ভব হয়নি। অর্থাৎ সব শিক্ষার্থী একসঙ্গে বই পায়নি। গত চার মাসেও এখনো সব শিক্ষার্থী বই পায়নি।
শুধু শিক্ষার্থীরা নয় শিক্ষকদের আন্দোলনেও অচলাবস্থা তৈরি হয়। গত সাত মাসে শ্রেণিকক্ষের চেয়ে আন্দোলনের মাঠেই বেশি ব্যস্ত ছিলেন শিক্ষকরা। রাজধানীতে এমন কোনো শিক্ষক সংগঠন নেই, তারা তাদের দাবি নিয়ে আন্দোলন করেনি। একাধিক শিক্ষক সংগঠন রাজধানীতে অবস্থান কর্মসূচি, অনশন, কর্মবিরতি, বিক্ষোভ-ঘেরাওয়ের মতো কর্মসূচি পালন করেছে। অনেক সময় শিক্ষকদের আন্দোলন থামানোর জন্য জলকামান, লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেডের ব্যবহার করতে হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে।
বর্তমানে ছোটখাটো দাবিতেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বড় ধরনের আন্দোলন করছেন। এমনকি যা আলোচনার টেবিলে সমাধান সম্ভব, সেগুলো নিয়ে তাঁরা বিশ্ববিদ্যালয় ও বাইরে বিক্ষোভ করছেন, ক্লাস-পরীক্ষাও বন্ধ করছেন। এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম।
সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিরতা নিয়ে সরকার উদ্বিগ্ন উল্লেখ করে শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার বলেছেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অস্থিরতা যেন আর না ঘটে সে বিষয়ে আমাদের পরিকল্পনা রয়েছে। পুরো সমাজ একটি অস্থিরতার মধ্যে চলছে এবং সব যে রাতারাতি ঠিক হয়ে যাবে, সেটা ভাবাও বোধ হয় ঠিক নয়।’
দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিশৃঙ্খলা ও দাবি দাওয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিগত সময়ে ছাত্ররা যখনই কোনো দাবি উপস্থাপন করতেন, তখনই রাষ্ট্র ঝাপিয়ে পড়ত তাদের ওপর। এখন যেহেতু আগের পরিস্থিতি নেই, তাই সবাই একসঙ্গে তাড়াহুড়ো করে হয়তো দাবিগুলো তুলতে গিয়ে দেশে এমন পরিস্থিতি হচ্ছে। যা যথেষ্ট উদ্বিগ্নের বিষয়। তিনি আরও বলেন, আমরা ছাত্রদের আশ্বস্ত করছি যে তাদের দাবিগুলো সংবেদনশীলতার সঙ্গে দেখে নিয়ম ও আইনের মধ্যে থেকে উপযুক্ত সমাধানের চেষ্টা করবে সরকার।
পাঠকের মতামত:
- কোথায় কোথায় রাখা আছে পাকিস্তানের পারমাণবিক বোমা?
- ইপিএস প্রকাশ করেছে ৪৫ কোম্পানি
- রাস্তায় নামছে নতুন রিকশা, নকশা বুয়েটের
- সাবেক এনআইডি ডিজির এনআইডি লকড
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৭ কোম্পানি
- ঢাবিতে রিসার্চ এক্সিলেন্স রিকগনিশন অনুষ্ঠান ২ মে
- সেনাবাহিনীর প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা
- বাংলাদেশের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা পাকিস্তানের
- পাকিস্তানি সেনার গুলিতে ফের ভূপাতিত ভারতীয় ড্রোন
- ঢাবির বাসে হামলাকারী ৫ জন গ্রেফতার
- ফের ১২ ঘণ্টার আলটিমেটাম ববি শিক্ষার্থীদের
- চট্টগ্রাম টেস্টে টাইগারদের দাপট, মিরাজের ফিফটি
- হাজিদের সতর্ক করল মক্কা পুলিশ
- সন্ধ্যার মধ্যে ৮ জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস
- টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও পাবেন উচ্চতর গ্রেড
- ছুটির ৩ দিনে রাজধানীতে টানা সমাবেশ
- পাকিস্তানের সব বিমানবন্দরে ‘হাই অ্যালার্ট’
- নতুন নোট আসছে ঈদের আগেই, থাকবে ‘জুলাই গ্রাফিতি’
- ভারত-পাকিস্তান সীমান্তে বেদনাদায়ক দৃশ্য : মা ফিরছেন, সন্তান থাকছে ভারতে
- কলকাতায় আবাসিক হোটেলে আগুন, নিহত ১৪
- ২৪-৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলা করতে পারে ভারত
- বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত
- পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হচ্ছে ২০০ পিকআপ
- রাত ১টার মধ্যে ১১ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস
- বস্ত্র খাতে মুনাফা বেড়েছে ১২ কোম্পানির
- ক্ষণিকা বাস ও ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- স্বাস্থ্য অধিদপ্তরে তালা
- শেয়ারবাজার স্থিতিশীল রাখার উপায় নিয়ে বিএসইসি-তে উচ্চ পর্যায়ের বৈঠক
- নিজ দপ্তরে অবরুদ্ধ এনবিআর চেয়ারম্যান
- এসএসসি পাশেও চাকরি পাবেন ইউএস-বাংলা এয়ারলাইন্সে
- হামলার ‘সবুজ সংকেত’ দিলেন মোদি
- অপ্রয়োজনীয় বলপ্রয়োগ ও লাঠিচার্জে স্বরাষ্ট্র উপদেষ্টার না
- দীপ্ত টিভির সংবাদ বিভাগ বন্ধ প্রসঙ্গে যা বললেন তথ্য উপদেষ্টা
- বিএনপি নেতাকর্মীদের অপকর্ম বন্ধ করতে বললেন মির্জা ফখরুল
- ইন্দোনেশিয়ার বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ; মাসে পাবেন ১৭ লাখ ৫০ হাজার আইডিআর
- কনস্টেবল প্রার্থীদের পুলিশ সদর দপ্তর থেকে জরুরি বার্তা
- এস আলমের ২ কারখানা ও ৪তলা ভবন নিলামে তুলল ইসলামী ব্যাংক
- অভিনেতা সিদ্দিককে মা’রধর
- সুখবর পাচ্ছেন মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা
- ভিসা প্রক্রিয়া সহজীকরণে বাংলাদেশ-আজারবাইজান আলোচনা
- ঢাবিতে আন্তর্জাতিক মানের ৪০ শতাংশ শিক্ষক রয়েছেন: উপাচার্য
- ইমরান খানকে মুক্তি দিয়ে সর্বদলীয় বৈঠকের দাবি
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে’র বৈশাখী উৎসব ১৪ জুন
- ভাবনা-সাবা-জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে মামলা
- কুবির দুই শিক্ষার্থী বহিষ্কার
- এশিয়ার নবম বৃহত্তম অর্থনীতি বাংলাদেশ
- রণতরি থেকে সাগরে পড়ে গেল ৮০০ কোটি টাকার যুদ্ধবিমান
- ই-৮ ভিসা ক্যাটাগরিতে কোরিয়া গেল ২৫ কর্মী
- রাখাইনে ‘মানবিক করিডোর’ নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করলেন প্রেস সচিব
- বাংলাদেশের শেয়ারবাজারে বিনিয়োগ করতে চীনা বিনিয়োগকারীদের আহ্বান
- পুনরায় হবে ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা
- ৮ এপ্রিলের মধ্যে মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ ঢাবির
- বৃত্তির জন্য আবেদন আহ্বান করলো ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, শেষ সময় ২৫ ফেব্রুয়ারি
- ভিসা ছাড়াই ৩৯ দেশে ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা
- তিতুমীর কলেজ শিক্ষার্থীদের সুখবর দিলেন উপদেষ্টা নাহিদ
- বিশ্ব র্যাঙ্কিং-এ প্রথমবারের মতো স্থান পেলো ঢাবির ৯ বিভাগ
- ঢাবি রোকেয়া হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন
- ১৭২ কোটি টাকার শেয়ার কিনেছেন তিন কোম্পানির উদ্যোক্তারা
- প্রথম বর্ষের সকল শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঢাকা বিশ্ববিদ্যালয়
- শেয়ারবাজারের ৮ কোম্পানিতে বিদেশিদের সর্বোচ্চ বিনিয়োগ
- ‘জেড’ ক্যাটাগরি থেকে মুক্তি পেল ৯ কোম্পানির শেয়ার
- ঢাবির গ্রাফিক্স ডিজাইন বিভাগের ‘গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং’ কোর্সের রেজি. শুরু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১২৮ শিক্ষার্থী বহিষ্কার
- লন্ডনে আওয়ামী লীগের পালানো মন্ত্রী-এমপি-নেতাদের ইফতার
- বিশ্বব্যাংকে ইন্টার্নশিপের সুযোগ; ঘণ্টাপ্রতি বেতন