ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

নতুন নোট আসছে ঈদের আগেই, থাকবে ‘জুলাই গ্রাফিতি’

২০২৫ এপ্রিল ৩০ ১০:১২:৩৪
নতুন নোট আসছে ঈদের আগেই, থাকবে ‘জুলাই গ্রাফিতি’

ডুয়া ডেস্ক: আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে নতুন নকশার নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। ২ টাকা থেকে শুরু করে ১,০০০ টাকা মূল্যমানের নতুন নোটগুলোতে ‘জুলাই গ্রাফিতি’র পাশাপাশি ফুটে উঠবে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির নানা অনুষঙ্গ।

তবে ব্যাংকগুলোতে এখনো বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট সরবরাহে সীমাবদ্ধতা রয়ে গেছে। যার ফলে অনেক গ্রাহক ছেঁড়াফাটা নোট বদলাতে গিয়ে খোলাবাজারে অতিরিক্ত অর্থ গুনছেন।

রাজনৈতিক পরিবর্তনের ৯ মাস পার হলেও বাজারে আসেনি নতুন নকশার নোট। গেল ঈদুল ফিতরে বঙ্গবন্ধুর ছবি থাকায় নতুন নোট ছাড়া হয়নি। ফলে খোলাবাজারে এর চাহিদা বেড়ে যায়।

এ অবস্থায় অনেক গ্রাহক রাজধানীর গুলিস্তান ও মতিঝিল এলাকায় বাড়তি দামে ছেঁড়া নোট বদলাতে বাধ্য হচ্ছেন। ব্যাংক থেকে বদলাতে গেলে নানা নিয়ম-নীতির ভেতর দিয়ে যেতে হয়, আর ব্যাংকের ভল্টে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট থাকলেও সেগুলো এখনো বিতরণের অনুমতি পায়নি।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, সাধারণত নতুন নোট ছাপাতে ১ থেকে দেড় বছর সময় লাগে। তবে গ্রাহকদের বাড়তি চাহিদা বিবেচনায় নিয়ে এবারের ঈদের আগেই বাজারে আনা হচ্ছে ৯ ধরনের নতুন নোট। যদিও সব নোট একসঙ্গে বাজারে আসবে না।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশে প্রতিবছর প্রায় ১৫০ কোটি পিস নতুন নোটের চাহিদা থাকলেও, টাকশাল বছরে সর্বোচ্চ ১২০ কোটি পিস ছাপাতে সক্ষম।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে